Saturday, May 25, 2013

অদ্ভূত এক প্রফেসরের ১০০০ মাইল হাঁটা


শীঘ্রই বিস্তারিত প্রকাশের অপেক্ষায়।


তাঁর নাম প্রফেসর অ্যালান ডিক্স। যুক্তরাজ্যে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক। বৃটেনে
প্রথম সারির বিশ্ববিদ্যালয়। তিনি একটি অদ্ভুত উদ্যেগ নিয়েছেন। বৃটেনের ওয়েলসের সমুদ্রপাড় ঘেঁষা
 ১০০০ মাইল হাঁটবেন। উনি সমাজের বিভিন্ন স্তরে মানুষের প্রযুক্তি, প্রযুক্তির সমস্যা ইত্যাদি দেখবেন। আমার মনে হয়েছিল, আমাদের সমুদ্র উপকুলে বসবাস লাখ লাখ মানুষের হাতে উপযোগী প্রযুক্তি থাকলে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহজতর হতে পারে।
আমার সুযোগ হয়েছে এ প্রফেসর এর সাথে কিছুক্ষণ সময় কাটানোর, যা সবার সাথে শেয়ার করতে চাই।

১০০০ মাইল হাঁটা:
প্রযুক্তি এবং সমাজ:
অ্যালানের বই:
নিঝুম দ্বীপে বসবাস:
যাত্রাপথ:
যাত্রাপথে ব্যবহৃত প্রযুক্তি:



Reference:

  • http://www.glyndwr.ac.uk/en/AboutGlyndwrUniversity/PressOffice/PressReleases2013/alandix/
  • www.alandix.com/alanwalkswales/


সিস্টেম টা কি? পর্ব-১: ডিজিটাল বাংলাদেশ বনাম ডিজিটাল বৃটেন।

শীঘ্রই বিস্তারিত প্রকাশের অপেক্ষায়।

সিস্টেমটা কি? বিষয়টা আমি এখানে বিশ্লেষন করেছি। এ অংশে আমি ডিজিটাল বাংলাদেশ নামটির সাথে
'ডিজিটাল বৃটেন' প্রকল্পের কিছু বৈশিষ্ট তুলে ধরতে চাই।

'ডিজিটাল' শব্দটাকে সাধারন মানুষের কাছে জনপ্রিয় করার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ! ব্রডব্যান্ডের গতি কমতে পারে, তাতে কি? ইউটিউভও বন্ধ হতে পারে! স্কাইপ ব্যবহার মানেতো ভিওআইপি'র দুনীতি কিংবা হ্যাকিং!! এসব অনেক কিছুর মাঝে গ্রামে দেখেছিলাম ডিজিটাল সেলুন, সংসদে ডিজিটাল বই কিংবা কবিতা। সাবাস বাংলাদেশ!!

বৃটেন জুন ২০০৯ এ ডিজিটাল দেশ এ সম্পূর্ন রিপোর্ট প্রকাশ করতে যা্চেছ।অক্টোবর ২০০৯ এ যোগাযোগ, প্রযুক্তি এবং সম্প্রচার মন্ত্রী ঘোষণা দিয়ে এর কাজ শুরু করেছিল। এ বছর জানুয়ারীতে এর প্রাথমিক ধারনাও প্রকাশ করে। 245 page
কি আছে এতে?

মূল বিষয়সমুহ:

পরবতী প্রজন্মের নেটওয়ার্ক:

মোবাইল ওয়ারলেস:

ডিজিটাল টিভি, রেডিও:

ডিজিটাল মিডিয়া:

অরিজিনাল বৃটিশ কনটেন্ট:

সার্বজনীন সংযোগ:

ডিজিটাল বাংলাদেশ সংস্করন:
ছড়া, সংসদ, ওয়েব





সিস্টেমটা কি?

তখণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। দুজন ছেলে-মেয়ের ঘনিষ্ঠতা  দেখছি। একজন বায়োকেমিস্ট্রি'র বন্ধু এবং আরেকজন বোটানী'র সহপাঠিনি। দিনের অধিকাংস সময় তারা একসাথে থাকে। আমি প্রায়ই বলতাম, সিস্টেম টা কি? একদিন মেয়েটি জিজ্ঞেস করেছিল, "তোমার ঐ প্রশ্নের মানে কি?" আমি কোনো জবাব না দিয়ে হাসলাম। তারা বর্তমানে আমেরিকা প্রবাসী, পিএইচডিসহ নানা সফলতায় ভরা জীবন।

বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে আমরা সিস্টেম পড়েছিলাম। বিশেষভাবে তৈরী নির্দেশকে (ইনপুট) একটি বিশেষ ব্যবস্থায়(প্রসেস), যে ব্যবস্থা ঐ নির্দেশটি বুঝে, পাঠানো হলে আমরা কান্খিত ফল(আউটপুট) পাই। কম্পিউটার হচ্ছে একধরনের সিস্টেম। যেকোন ক্ষেত্রে সফলতার জন্য সিস্টেম ডিজাইনকে এখন সবচেয়ে গুরুত্ব দেয়া হয়। পরিকল্পনা, প্রকল্প, পোগ্রাম, ভ্রমণ, প্রেম সবক্ষেত্রে আপনি সিস্টেম থিওরী কাজে লাগাতে পারেন।

মজা করে বললেও, তারা শব্দটা না বুঝলে (যেহেতু কম্পিউটার এর শিক্ষার্থী ছিলনা) ও  দু'জনের সিস্টেমটা ছিল সঠিক। ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। প্রথম বছরেই প্রজেক্ট ফিনিস। যখন আমাদের অনেক এ ধরনের প্রকল্পে আরো  ৫-২০ বছর সময় নিয়েছে।

সিস্টেমটা কি? শব্দগুলো যুক্ত করে আমি সামাজিক প্রযুক্তি নিয়ে কিছু আলোচনা করব। বিভিন্ন পর্বে। যেমন: অনেক বছরের চেষ্টা করেও আমরা কাগজ থেকে মেশিন রেডিবল পাসপোর্ট করতে পারলামনা! বিদেশী দুতাবাস এখনো কাগজেরটা দিচ্ছে। আর কালকে(২৪/০৫/২০১৩) শুনলাম ইউয়েফা বায়োলজিক্যাল পাসপোর্ট চালু করতে চায়। ডিএনএ ডাটা দিয়ে। তারা মেশিন এর পর বায়োমেট্রিক, ইলেকট্রনিক্স পর্ব অনেক আগেই শেষ করেছে।
আসলে আমাদের সিস্টেমটা কি?